নিজস্ব প্রতিনিধি, পটিয়া »
পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮শ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছেন। তারা হলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেঁচিয়াপাড়া গ্রামের শান্তু সেনের পুত্র সুমন সেন (৩৬) ও একই এলাকার অনিন্দ্র লাল দে’র পুত্র অজিত দে প্রকাশ কালু (৪৫)।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুইজনকে গ্রেফতার করেন। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কেঁচিপাড়া এলাকায় একটি গ্রুপ মাদক ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮শ লিটার মদসহ দুইজনকে গ্রেফতার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। পটিয়া থানার উপ পরিদর্শক নুরুল আমিন জানিয়েছেন, চোলাই মদসহ গ্রেফতারের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
























































