চকরিয়ায় মাদ্রাসা উদ্বোধনে এমপি জাফর
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ও করাইয়াঘোনা মোহাম্মদীয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বছরের প্রথমদিন ১ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া- পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম মাদ্রাসার উদ্বোধন করেন।মাদ্রাসার প্রতিষ্ঠাতা চকরিয়া- পেকুয়া আসনের সাবেক এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল আলহাজ মাওলানা মনজুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাংগীর আলম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী সুধিজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আলহাজ জাফর আলম এমপি বলেছেন, চকরিয়া পেকুয়া জনপদে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশপাশি জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দুই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে (মাধ্যমিক ও দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা) উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে। আগামীতেও সরকারের উন্নয়ন কার্যক্রমের আওতায় চকরিয়া- পেকুয়া উপজেলার প্রতিটি সেক্টরে উন্নয়নের ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতেও সমান অগ্রাধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী একজন শিক্ষাবান্ধব মানুষ। তিনি বিশেষ নজরদারিতে দেশের শিক্ষাখাতের অগ্রগতি তরান্বিত হচ্ছে। তার প্রমাণ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো থেকে শুরু করে সব ধরনের উন্নয়ন। আছে শিক্ষা প্রসারের পরিকল্পিত কর্মসুচি। এরই আলোকে বর্তমান সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাচ্ছে। লেখাপড়া করতে সবধরনের উপবৃত্তি সুবিধা পাচ্ছে। শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে লেখাপড়া নিশ্চিতে কাজ করছে সরকার। জাফর আলম এমপি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন নিশ্চিতকল্পে চকরিয়া- পেকুয়া উপজেলার সবশিক্ষা প্রতিষ্ঠানে সাজানো হবে।
লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে তৈরি করতে হবে। সেইজন্য অভিভাবক ও শিক্ষকমন্ডলীকে সজাগ ভুমিকা পালন করতে হবে।