নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজারের রামু পুরাতন বাইপাস সংলগ্ন এলাকায় নোহা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কক্সবাজার ডিবি পুলিশের ৫ সদস্য সহ বেশ ক’জন আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রামু হাসপাতালের পুরাতন রামু বাইপাস সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে কাজে নিয়োজিত একটি ডাম্পার গাড়ির সাথে কক্সবাজার গামী ডিবি পুলিশের (টিআরএক্স) নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ৫ জন ডিবি পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত ডিবি পুলিশ সদস্যদের রামু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ার রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
























































