নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দাশ পাড়া, পালিত পাড়া, শরীফ পাড়া, ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়া পাড়া এলাকার উপর দিয়ে প্রবাহিত পুরাতন খাসঁখালী খালটি সুলতান পুর ছিটিয়াপাড়া হয়ে ঝলমইল্যা বিলের উপর দিয়ে বেরুলিয়া খালের সাথে মিলিত হয়েছে।
পুরাতন খাসখালী খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষার মৌসুমে সুলতান পুর ছিটিয়া পাড়ার পুর্বে নল বিল, পশ্চিম পাশে ঝলমইল্যা বিলে জলবদ্ধতা সৃষ্টি হয়ে গত কয়েক বছর ধরে চাষাবাদ বন্ধ হয়ে যায় ।
এছাড়াও বর্ষার মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হয়ে এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি জনগণের চলাচলের সড়ক পানিতে ডুবে যায় ।
শুষ্ক মৌসুমে ভরাট হওয়া খালে পানি না থাকায় বোরো ধান ও সব্জি ক্ষেতের চাষাবাদ ব্যাহত হয়ে আসছে।
এলাকার মানুষের দুভোর্গ লাঘবের জন্য ভরাট হওয়া পুরাতন খাসখালী খালটি রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় খনন করা হচ্ছে । ভরাট হওয়া পুরাতন খাসঁখালী খালটি খনন কাজ শেষ হলে এলাকার কৃষকেরা বর্ষার মৌসুমে জলবদ্বতার অভিশাপ থেকে মুক্তি পাবে। বিপুল পরিমাণ জমিতে চাষাবাদ করতে পারবে। শুষ্ক মৌসুমে খালের পানি সেচের মাধ্যমে ব্যবহার করে ফসলী জমিতে বোরো ধান ও সব্জি ক্ষেতের চাষাবাদ করতে পারবে কৃষকেরা ।
এলাকার বাসিন্দারা বর্ষার মৌসুমে জলবদ্ধতা থেকে রক্ষা পাবে ।
গতকাল ২৭ এপ্রিল বিকালে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ভরাট হয়ে যাওয়া পুরাতন খাসঁখালী খাল খনন কাজ পরিদর্শন করেন।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় যে সব খাল ভরাট হয়ে বর্ষার মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুভোর্গ সৃষ্টি হয়েছে ভরাট হওয়া খাল খনন করার কাজ চলছে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় । এলাকার কৃষকেরা জমিতে ধান ক্ষেতের চাষাবাদ করতে পারবে ।
শুষ্ক মৌসুমে খালের পানি সেচের মাধ্যমে ব্যবহার করে বোরো ধান ও সব্জি ক্ষেতের চাষাবাদ করতে পারবে কৃষকেরা।
ভরাট হওয়া পুরাতন খাসখালী খনন কাজ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগের নেতা ফোরকান উদ্দিন চৌধুরী টিপু, আবু সালেক, সাবের উদ্দিন, তানভীর হাসান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবুল, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিফ, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, আরমান সিকদার, ফয়সল মাহমুদ, বেলাল হোসেন সিফাত, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব ।