নিজস্ব প্রতিনিধি, রাউজান :
আগামী ২০ জুন রাউজানে সরকারী খাস জমিতে ভূমিহীন পরিবাকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনায় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর পরামর্শে রাউজান উপজেলা প্রশাসন নির্মাণ করা ৪৮৮ টি নব নির্মিত ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪শত ৮৮ টি ভূমিহীন পরিবারকে দেওয়া হবে । ভুমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য নব নির্মিত ঘর গুলোতে পানি সংকট নিরসনে বসানো হয়েছে গভীর নলকুপ, বিদ্যুৎ লাইনের সংযোগ প্রদান করা হচ্ছে ।
পরিবারের সদস্যরা তাদের দেওয়া ঘরে যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছে সড়ক । গত ১৫ জুন বিকালে ঘরগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শাহাদাৎ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান, চেয়ারম্যান শফিকুল ইসলাম ।