নিজস্ব প্রতিনিধি, রাউজান :
জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । গত ৬ অক্টোবর দুপুরে রাউজান উপজেলা পরিষদ হলে জন্ম নিবন্ধন দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। সভায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন, রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী, উপজেলা প্রাথশিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। সভায় ইউনিয়ন পরিষদের সচিব, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা উপস্থিত ছিলেন। সভায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কোন শিশু জন্মের পর থেকে ৪৫ দিনের মধ্যে বিনা টাকায় , ৪৫ দিনের পর থেকে ৫ বছর বয়সী শিশুর ২৫ টাকা ফি দিয়ে ৫ বছরের উর্ধ্বে যে কোন বয়সের ছেলে মেয়েরা ৫০ টাকা সরকারি ফি দিয়ে জন্ম নিবন্ধন করার সরকারি নিয়ম রয়েছে।