সংবাদদাতা, বান্দরবান :
বান্দরবান পানির সংকট দূরীকরণে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে জিএফএস সুবিধার মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুর জামান. পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জনস্বাস্থ্য নিবাহী প্রকৌশলী সোহরাব হোসেন সহ প্রকৌশলী মজিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স’ানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপসি’ত ছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায় পার্বত্য অঞ্চলে পানি সঙ্কট দূরীকরনে ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে এই জিএফএস প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার মাঝের পাড়া এলাকায় ৭টি পাড়ার ৮৬৫ পরিবারের ৫৬৫৫ জন মানুষ পানির সুবিধা পাবেন।