বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় গতকাল বিভিন্ন উপজেলায় অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
রামগড় :
রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ র্মাচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে পালিত হয়েছে। ব্যাংকার ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় উদ্যাপন কমিটির সভাপতি ও ইউএনও মু. মাহমুদ উলাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এতে উপস্থিত ছিলের এএসপি সার্কেল শিক্ষানবিশ মো. মাযহার, অফিসার ইনর্চাজ সামসুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন, ওসি (তদন্ত) মনির হোসেন,নারী সদস্যা কণিকা বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন-সম্পাদক কাজী আলমগীর, মুক্তিযোদ্ধা মফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,বীর মুক্তিযোদ্ধা, সাংষ্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ১০জন অসহায়- গৃহহীনদের হাতে চাবি, প্রতিবন্ধী ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ শেষে কেক কাটা হয়।
রাউজান :
১৭ মাচর্ বুধবার সকালে রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্দ্বুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন রাউজান উপজেলা পরিষদ, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ক্রীড়া সংস্থা, রাউজান খেলোযাড় সমিতি।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ। রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । পরে দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল হারুন। পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোল্লা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, শিক্ষিকা সু-প্রিয়া রানী দে প্রমুখ।
বোয়ালখালী :
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে মার্চ মাসে, আর তিনি স্বাধীনতার ঘোষণা দেন মার্চ মাসে। শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। গতকাল সকাল ১০টায় বোয়ালখালী গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, শফিকুল আলম, চেয়ারম্যান মো. মোকারম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জহুরুল ইসলাম জহুর, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, শেখ শহিদুল আলম, নুরুল গনি শাহ, আবদুর রঊফ, নুরুল হুদা, রুস্তম আলী, নুরুল আবছার, জমির উদ্দিন, ইকবাল হোসেন তালুকদার, সাইদুল আলম, মিজানুর রহমান সেলিম, রেবেকা সুলতানা মনি, মহিফুল আলম, সরোয়ার আলম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, গিয়াস উদ্দিন সুমন প্রমুখ।
পরে তিনি বোয়ালখালী উপজেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী এসি ল্যান্ড তাহমিনা আক্তার, বোয়াখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বোয়ালখালী থানা ওসি আবদুল করিম, চেয়ারম্যান এস এম জসিম, চেয়ারম্যান মো. মোকারম, চেয়ারম্যান কাজল দে, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, সেতু ভূষণ দাশ, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
মানিকছড়ি :
মানিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচিতে স্মরণ করেছে বঙ্গবন্ধুকে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, প্রশাসনের উদ্যোগে ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা দলীয় অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরীসহ অতিথিবৃন্দ উপস্তিত ছিলেন।
মাটিরাঙ্গা :
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ বিশেষ দিনটিকে ঘিরে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্বভাবে দিবসটির তাৎপর্যের সাথে সঙ্গতি রেখে নানা অনুষ্ঠান আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সম্মুখস্থানে স্থাপিত ফ্রিডম স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিস তৃলা দেব কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন। এর পর পরই বিভিন্ন সংগঠন শ্রদ্ধানিবেদন করেন।
পরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন অতিথিরা। পরে উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশের খাঁন, মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা মনছুর আলী প্রমুখ বক্তব্য রাখেন। শেষে প্রধানমন্ত্রীর উপহার মাটিরাঙ্গার ভূমিহীন ও গৃহহীন ৫৯ পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি বাজার পুরুষ সমিতির ১৩ সদস্যদের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন ও মাটিরাঙ্গা সমাজসেবার অধীনে ২০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ।
ফটিকছড়ি :
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস ২০২১ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফটিকছড়িতে পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটে পরে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে এক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ -২০১৯ এর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি (এমপি), উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উলাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এস এম হেদায়েত, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।
কুয়াইশ কলেজ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন।
অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। অধ্যাপক সুজন দে এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক মো. মহিউদ্দিন আহম্মদ, অধ্যাপক এস এম. শফিউল আজম, অধ্যাপক মো. হুমায়ুন কবির। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মো. জিল্লুল করিম। আলোচনা সভা শেষে অধ্যক্ষ জয়নাল আবেদীনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।