নিজস্ব প্রতিনিধি, পটিয়া :
প্রথম শ্রেণির পটিয়া পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। সম্ভাব্যপ্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন। গত বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে একজন সংরক্ষিত ও সাধারণ ৯জন। তারা হলেন- সংরক্ষিত আসনে ১,২ ও ৩ ওয়ার্ডে ফাতেমা বেগম, ১নম্বর ওয়ার্ডে কাউন্সিলর (সাধারণ) আবদুল খালেক, জয়নাল আবেদীন, রেহেনা আক্তার মুন, ২নম্বর ওয়ার্ডে মো. শাহদাত হোসেন, ৩নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন নেয়াজ আজাদ, সৈয়দ আবেদুজ্জামান আমিরী, ৪নম্বর ওয়ার্ডে গোফরান রানা, শেখ মো. বেলাল উদ্দিন ও ৮নম্বর ওয়ার্ডে মো. আবদুল মান্নান। এবারের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৪জন মেয়র প্রার্থী রয়েছেন। পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানিয়েছেন, ইভিএম এর মাধ্যমে পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মনোয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ফরম বিতরণ করা হবে। আগামি ১৪ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ করা হবে।
গ্রাম