নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজানের ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডে দোকানঘর ভস্মীভূত হওয়া জয়নাল আবেদীন ও মো. কাদেরের অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় সম্পূর্ণ নতুন করে দুইটি মুদি দোকান ঘর উপহার হিসেবে প্রদান করেন রাউজানের সংসদপুত্র, তরুণ সমাজসেবক ও রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী। এসময় তারা ফারাজ করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গত ২ অক্টোবর বিকালে আয়েশা বিবির বাড়ির গোল মোহাম্মদ তালুকদার বাড়ি জামে মসজিদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী। রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. রোশাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ,রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্বপন বড়ুয়া, মোহাম্মদ হোসেন মাহমুদ, দিদারুল আলম, শেখ মুজিবুর রহমান, বিশ্বজিৎ চৌধুরী, মোহাম্মদ কাইয়ুম, মতিলাল দাশ, জমির উদ্দিন বাবুল, হাজি জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াছ, সুকুমার সেন, বেলাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মোহাম্মদ আসিফ, সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, সৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দীন, সাফায়েত হোসেন তৌহিদ, আরফাত আলিফ, ইরফান ফয়েজ, আবু বক্কর, আকতার হোসেন, সৌরভ বড়ুয়া।