ফটিকছড়ি উপজেলার বখতপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পাঁচকড়ি মালাকার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি নিজ স্ত্রী, এক পুত্র সন্তান, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মৃত্যুকালে তাহার বয়স ছিল ৭৪ বছর। প্রয়াত পাঁচকড়ি মালাকারের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যাবৃন্দ, জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
পরের দিন পারিবারিক শ্মশানে প্রয়াত পাঁচকড়ি মালাকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। উল্লেখ্য, প্রয়াত পাঁচকড়ি মালাকার জাতীয় হিন্দু মহাজোট, বোয়ালখালী উপজেলা শাখার প্রবাসী সম্পাদক শংকর মালাকারের শ্বশুর হন। বিজ্ঞপ্তি
গ্রাম























































