নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এক মতবিনিময় সভা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত শনিবার বেলা সাড়ে ১১টায় নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার উপ পরিদর্শক ও বিট অফিসার হুমায়ুন কবির ।শিক্ষক কাজী জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগ সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুর রহমান বিপুল, ইউপি সদস্য কাজী জিয়াউর রহমান, ফতেনগর নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আকতার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদুদিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব আহমদ ছগির, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা আজিজুল হক, জসিম উদ্দীন চৌধুরী, আবু শাহাদাত নবী, বখতেয়ার হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মিন্টু কান্তি নাথ, হাজী মো. কামাল উদ্দিন, মোঃ ইসমাইল, মো. আলম, বেলাল হোসেন মানিক, মো. মনছুর, রাশেদুল আলম, কাজী রেহানা আকতার, জিন্নাত আরা, হাসান বানু, ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজ উদ্দীন খান সোলায়মান, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, আলী মেহেদি রাজু, কুতুব উদ্দিন সিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ করিম চৌধুরী, সম্পাদক মো. হেলাল, ইউনিয়ন ছাত্রলীগের সাহাবুদ্দীন, সোহেল, সওরাজ, ফাহিম,রিফাত প্রমুখ। অনুষ্ঠানে এলাকার দরিদ্র লোকজনের মাঝে খাদ্যসামগ্রী ও সুরক্ষাসামগ্রী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।























































