চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, নারীরা সমাজ উন্নয়নে সমান অংশীদার। নারীদের অবহেলা করলে একটি দেশের জনসংখ্যার প্রায় অর্ধাংশ জনগোষ্ঠীর মেধা ও শ্রম রাষ্ট্র উন্নয়নে কোন কাজে আসেনা। তাই দেশের সর্বক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও অংশগ্রহণ নিশ্চিত করে পুরো জনগোষ্ঠীকে কাজে লাগানোর লক্ষ্যে শেখ হাসিনার সরকার উদার, কল্যাণধর্মী কর্মসূচি গ্রহণ করে সফলতা অর্জন করেছেন। নারী উন্নয়ন নীতি প্রণয়ন করে বৃত্তিমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ বিতরণ, মাতৃত্বকালীন ভাতা প্রদান, মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত, প্রতিটি ইউনিয়নে তিন জন করে মহিলা মেম্বার নির্বাচিত, গ্রামীণ দরীদ্র নারীদের খাদ্য নিরাপত্তা প্রদান, বিচার বিভাগ, আইন সভা ও নির্বাহী বিভাগে নারীদের বলিষ্ঠ অবদান নিশ্চিত করন, নারী উদ্যোক্তা সৃষ্ঠির লক্ষ্যে সুযোগ দান সর্বোপরী রাষ্ট্র পরিচালনায় যোগ্য নারীদের অংশগ্রহনের সুযোগ দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করছেন।
৮ আগস্ট দুপুরে বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োাজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের জন্য পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে অগ্রাধিকার ভিত্তিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হলো। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, বোয়ালখালী থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, বোয়ালখালী মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত সুলতানা, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শেখ শহিদুল আলম, এস এম জসিম চেয়ারম্যান, শামসুল আলম চেয়ারম্যান, শফিউল আজম চেয়ারম্যান, নুরুল আবছার হিরা প্রমুখ। বিজ্ঞপ্তি