চলাচলে জনদুর্ভোগ
নিজস্ব প্রতিনিধি, প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার ১৮নম্বর ধর্মপুর ইউনিয়নে সরকারি খাস চলাচলের রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ জেলা প্রশাসক চট্টগ্রাম ও সহকারী কমিশনার (ভূমি) ফটিকছড়ি বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয় সূত্র জানায়, ধর্মপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে প্রখ্যাত অলীয়ে কামেল হযরত আরব ফকির শাহ (র)’র মাজার শরীফ অবস্থিত। তিনি ৪/৫ শ বছর আগে ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিলেন। উনার নাম করণে ওই বাড়ির নাম, মসজিদ, কবরস্থান সহ রমজু মুন্সির হাট হতে তিন কিলোমিটার মাজার সংযোগ সড়ক ফটিকছড়ি উপজেলা এলজিইডির তালিকাভূক্ত সড়ক রয়েছে। সেই সড়কের বিএস ৮৮১৯ দাগের ৩৬ শতক জায়গা স্থানীয় আবুল কাশেম, ফরিদ, আলমগীর নাম ব্যক্তিরা ২০/২৫ জন দূর্বৃত্ত নিয়ে পাকা দেয়াল দিয়ে দখল করে তাদের ভিটা ভুমির সাথে জবর দখল করছে। সড়কটি ধর্মপুর কমিটি বাজার-রমজুর হাটের বিকল্প সড়ক, ধর্মপুর হাই স্কুল সংযোগ সড়ক, ধর্মপুর ৮নম্বর ওয়ার্ড হইতে ৩নম্বর ওয়ার্ড সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়। সড়কটি জবর দখলের কারণে এলাকার হাজার হাজার মানুষ জনদূর্ভোগে পড়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জিসান বিন মাজেদ বলেন, ধর্মপুরে সরকারি খাস রাস্তা দখলের অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারি ভুমি কর্মকর্তা মো. মুরাদ হোসেনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে খাস রাস্তা উচ্ছেদ ব্যবস্থা নেয়া হবে।