নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পটিয়া তথ্য অফিসের আয়োজনে গত রবিবার বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয় চত্বরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া তথ্য অফিসের উপজেলা সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা শাখার সদস্য সঞ্চিতা বড়ুয়া, চন্দনাইশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) শাপলা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মহিলা কাউন্সিল শিরিন আকতার, দোহাজারী পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহেদা বেগম, সাধারণ সম্পাদক শিখা রানী নাথ, উপজেলা তথ্যসেবা কেন্দ্রের সহকারী বৃষ্টি সেন, খালেদা আক্তার প্রমুখ।
সমাবেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
এতে মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিল।