চকরিয়া সরকারি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট উদ্বোধনে এমপি জাফর আলম
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি(আইসিআরসি)র অর্থায়নে ও বাস্তবায়নে একশত শয্যায় উন্নীত নতুন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কার্যক্রম। সোমবার হাসপাতাল মিলনায়তনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ আলহাজ জাফর আলম বলেন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একশ শয্যায় উন্নীত হবার পর থেকে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলছে। এতে হাসপাতালের বিভিন্ন মোকামে আগের তুলনায় মেডিক্যাল বর্জ্য ছাড়াও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা বর্জ্যরে প্রভাব দেখা দিয়েছে। এই অবস্থায় হাসপাতালে প্রতিদিনের তৈরি হওয়া মেডিকেল বর্জ্যর নিরাপদ ব্যবস্থাপনার জন্য আইসিআরসির অর্থায়নে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এই কার্যক্রম চালুর ফলে এখন থেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে এবং হাসপাতালে জীবাণু সংক্রমণ প্রতিরোধে এটি ভূমিকা রাখবে।জানা গেছে, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অঞ্চলের ৫ লাখের বেশি মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। ৫০ শয্যা থেকে ইতোমধ্যে একশত সয্যায় উন্নীত হাসপাতালে প্রতিদিন জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে হাজারো রোগী স্বাস্থ্য সেবা নেন ।বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদুল হক, আইসিআরসি কক্সবাজার অফিসের ডেপুটি অফিস প্রধান ওয়ালিদ আবিদসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।