নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :
ফটিকছড়ির দক্ষিণ পাইন্দংয়ের মো. জানে আলম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। গতকাল বিবির হাট বাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে মো. মামুন উদ্দিন। এ সময় নিহত জানে আলমের স্ত্রী সাজুলা বেগম, মেয়ে কহিনুর আকতার কলি ও ছোট ছেলে মঞ্জু মোরশেদ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নিহতের ছেলে মো. মামুন উদ্দিন বলেন, তার আপন চাচা মাহাবুল আলমের সাথে দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমির বিরোধে তার চাচা ক্ষিপ্ত হয়ে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
মামুন তার চাচা মাহাবুল আলম, চাচী শাহেদা বেগম, আব্দুল জলিল, জরিনা আক্তার, মাবুদ মুন্সিকে আসামী করে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মানিকছড়ির নিজের খামার বাড়ি থেকে নিখোঁজ হন জানে আলম। পরে তার নাম্বার থেকে ফোন করে জানান আসামীগণ শারীরিক নির্যাতন ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টা করছে। সাথে সাথে থানা পুলিশ নিয়ে খামার বাড়িতে গেলে জানে আলমকে পাওয়া যায়নি। পরদিন মমূর্ষ অবস্থায় খামার বাড়িতে পাওয়া গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।