পরিদর্শনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন কমরউদ্দিন
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
কক্সবাজার শিক্ষাপ্রকৌশল বিভাগের অর্থায়নে ৪ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ প্রায় সমাপ্তির পথে। গত রোববার একাডেমিক ভবনের চতুর্থতলার সর্বশেষ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে রোববার ভবনের সর্বশেষ ঢালাই কাজে উপস্থিত থেকে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন আলহাজ কমরউদ্দিন আহমদ। এসময় শিক্ষাপ্রকৌশল বিভাগের কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ, ঠিকাদার এবং ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ বলেন, বর্তমানে ভবন নির্মাণকাজ প্রায় সমাপ্তির পথে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক মহল বলেন, অনেক অপেক্ষার প্রহরশেষে অবশেষে বিদ্যালয় কমিটির সভাপতি লায়ন কমরউদ্দিন আহমদের সার্বিক প্রচেষ্ঠায় অতি সহসা নতুন একাডেমিক ভবনটি পেতে যাচ্ছে এতদাঞ্চলের প্রাচীণ শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা উচ্চ বিদ্যালয়। সর্বশেষ রোববার ২৭ ডিসেম্বর বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের সর্বশেষ ঢালাই কাজে উপস্থিত থেকে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বিদ্যালয় কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ লায়ন কমরউদ্দিন আহমদ। জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ বলেন, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়টি এই অঞ্চলের একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। আমি যখন ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হই, তখন দেখি বিদ্যালয়ের ভবন সংকট প্রকট। সেইথেকে আমি বিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ভবন উপহার দিতে চেষ্টা চালিয়ে আসছি। স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সার্বিক সহযোগিতায় অবশেষে কক্সবাজার শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর ৪ কোটি টাকা বরাদ্দ সাপেক্ষে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু করে।