নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »
দোহাজারী পৌরসভায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত স্কুলশিক্ষক বাহারুল আলমের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
১০ আগস্ট সকালে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
পরিবারের সদস্যরা বলেন, ওই দিনের ঘটনায় পুলিশ তড়িৎ ব্যবস্থা গ্রহণ না করলে আরো কয়েকজনের প্রাণহানি ঘটে যেতো। পুলিশ তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় আরো কয়েকজনের প্রাণহানি এড়ানো গেছে। এঘটনায় মামলার এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। তাই তাদের দ্রুত গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এতে বক্তব্য রাখেন মামলার বাদী ও নিহতের ছোট ভাই আক্তারুল আলম, স্ত্রী কামরুন নাহার, কন্যা তসলিমা বেগম সাজনিন, উম্মে হানি তানিন, উম্মে হাবিবা আইরিন, উম্মে ছালমা নওশিন, ভাতিজা কাউছার আলম, ভাগিনা নুরুল আলম, রফিক মিয়া, জাহাঙ্গীর মিয়া, বড় ভাইয়ের ছেলে আহমদুর রহমান রিপন, রহিম উদ্দিন রহমান, জামাতা মুফতি নাছির উদ্দীন, জামাতা ফয়সাল প্রমুখ। উল্লেখ্য, ৪ আগস্ট বিকালে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন।