সংবাদদাতা, চন্দনাইশ:
চন্দনাইশে দুর্যোগ মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ১৬ মে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শাহীন হোসাইন চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান, মুজিবুর রহমান প্রমূখ। সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সে সাথে কভিড-১৯ মোকাবেলায় পুলিশের ভূমিকা, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সম্মুখভাগের কর্মকর্তাদের প্রশংসা করা হয়।
সে সাথে সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে সমাজকে সুরক্ষিত রাখার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।