নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের উত্তর বরকল গাজী বাড়ির এলাকায় আগুনে পুড়ে ৬টি পরিবারের রান্নাঘরসহ প্রায় ১৭টি ঘর ছাই হয়ে যাওয়া ছয়টি পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সামগ্রী ও সেনেটারি সামগ্রী দিয়েছেন। ২ এপ্রিল সকালে বরকল গাজী বাড়ীতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া অসহায় ৬টি ঘর পরিদর্শন, অসহায় পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমেদ আসিফ । উল্লেখ্য, ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমেদ আসিফের পক্ষ থেকে ঘরপুড়ার পরপর তাৎক্ষণিক খাদ্য সামগ্রী সহযোগিতা প্রদান করা হয়।
দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে টয়লেট সামগ্রী প্রদান করা হয়। আগামীতে পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেনিটারি সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিশেষ পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু, জিএম শাহাদত হোছাইন মানিক, মুহাম্মদ সাইফুদ্দীন, মুহাম্মদ নাজিম উদ্দীন, জিএম সিরাজুল ইসলাম, মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মুহাম্মদ আমির হোসেন চৌধুরী, জিএম এহেছান হাবীব, জিএম মহিম, মুহাম্মদ ইদ্রীস মিয়া, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ শমশু মিয়া প্রমুখ।
মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরীসহ উল্লেখ্য, ২৮ মার্চ উত্তর বরকল গাজী বাড়ির এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।