নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
গত সোমবার রাতে মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া পৌরশহরের থানা সেন্টার এবং আশপাশ এলাকার রিক্সাচালক, টমটম চালক, ক্ষুদ্র চটপটি দোকানদার এবং পথচারীসহ অন্তত দুই শতাধিক মানুষের হাতে তুলে দিয়েছেন কম্বল। চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে শ্রমজীবি মানুষগুলোর অবস্থা অনেকটা জবুথুবু। কারন শীতের সময়ে শ্রমজীবি পরিবারগুলো বেশি দুর্ভোগে থাকে। তাই জনগনের সেবক হিসেবে সোমবার রাতে পৌরসভার থানা সেন্টারসহ আশপাশ এলাকা ঘুরে ঘুরে শ্রমজীবি শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দিয়েছি।মেয়র আলমগীর চৌধুরী বলেন, জনপ্রতিনিধিদের কাজ হলো জনগনের সেবা করা। শীতের দিনে সবার হাতে একটি করে কম্বল দিয়ে আমি শ্রমজীবি মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি। তাতে আমিও খুশি। নির্বাচিত হবার পর থেকে আমি চেষ্টা করেছি, সবসময় জনগনের জন্য আমরা সেবার দরজা খোলা রাখতে। জনগনকে কাঙ্খিত সেবা দিতে। আগামীতেও আমরা প্রচেষ্টা সর্বসাধারণের জন্য অব্যাহত থাকবে।