নিজস্ব প্রতিনিধি, কাউখালী
রাঙামাটির কাউখালী উপজেলাতে করোনা ভাইরাস রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালিয়েছে ব্লাড ব্যাংক ’’জীবন”।
গতকাল ৪ এপ্রিল সকালে করোনভাইরাস পরিস্থিতি সর্ম্পকে জনসচেতনতার জন্য কাউখালী উপজেলার গোল চত্বরে প্রচারণা চালায় সংগঠনটি।
জনগণকে সচেতন করতে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে সচেতন করার চেষ্টা করেন তারা।
সংগঠনটির উপজেলার কমিটির সাধারণ সম্পাদক উচাইথিন মারমা (থিন) জানান- সোমবার থেকে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে এবং আক্রান্তের হার নিয়ন্ত্রণে রাখতে সরকার ৭ দিনের যে লকডাউন ঘোষণা করেছে তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা সংসয় দানা বেঁধেছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষদের এই লকডাউনে কিভাবে নিয়ম মেনে নিরাপদে থাকতে পারবেন সেজন্য সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছি। সাধারণ জনসাধারণের সচেতনতাই তাঁদের রক্ষা করতে পারে।
লকডাউনের আগেই আমরা তাঁদের যথাসম্ভব নিরাপদে থাকার জন্য মাস্ক পরিধানের নিয়ম, নিয়মিত হাত ধোয়া নিশ্চিত করাসহ সামাজিক দূরত্ব মেনে চলার মত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে অবহিত করবো।
তিনি আরও জানান, সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই লকডাউনে অনলাইনে কাউখালীবাসীকে ভ্যাকসিন নিবন্ধনের জন্যও সহযোগিতা করবে নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা।