পৌরসভায় ১৫ প্রকল্পের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চন্দনাইশে ১২৫ কোটি টাকা ব্যয়ে পৌর পানি শোধনাগার ও ৬২ লাখ টাকার ১৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। একইসঙ্গে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পৌরসভার খাঁনহাটে ৪ তলা রুরাল মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
গত শনিবার দিনব্যাপী সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে চন্দনাইশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী উন্নয়নযজ্ঞ চলছে। উন্নয়ন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি হলো গ্রামকে শহরে রূপান্তর করা। শহরের মানুষ যে সুবিধা পায়, তা থেকে গ্রামের মানুষও বঞ্চিত হবে না।
তারই প্রতিফলন ঘটছে সরকারের এ উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে।
পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, সহকারী প্রকৌশলী লুৎফুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিন, পৌর সচিব মো.মহসিন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, প্যানেল মেয়র আলহাজ মো. আবু তৈয়ব, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, লোকমান হাকিম, মোরশেদুল আলম, সাহেদুল ইসলাম সাহেদ, মহিলা কাউন্সিলর হাছনারা বেগম, শিরিন আকতার, খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, আওয়ামী লীগ নেতা মাস্টার মো. আনোয়ার হোসেন, আবুল কাশেম বাবলু, বেলাল উদ্দিন, কৃষক লীগ নেতা নবাব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কেএম আবছার, সওয়ার, মোরশেদুল আলম, আবুল বশর, মো. শওকত, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম হিরু, রেজাউল, ছাত্রলীগ নেতা মাহিন, জাহেদ চৌধুরী, স¤্রাট চৌধুরী, ইমন, কাফি, আরমান, রুমি, সাইমন, ফরমান, দিপু, রবিউলসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আ’লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ প্রমুখ।