নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী :
করোনা ভাইরাসের প্রভাবের কারণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতো কর্মহীন হয়ে পড়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা (সাধারণত যাদেরকে হিজড়া বলে থাকি)। তাদের পাশে দাঁড়িয়েছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রম্নহুল আমিন। দ্বিতীয় বারের মতো তৃতীয় লিঙ্গের নাগরিকদের হাতে তুলে দিয়েছে (খাদ্য সামগ্রী) ভালবাসার থলে। রোববার দুপুরের দিকে উপজেলার হল রম্নম থেকে তাদেরকে ভালবাসার থলে নামক খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এ গুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। প্রশাসনের তথ্য মতে হাটহাজারী উপজেলায় তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছে ৭ জন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রম্নহুল আমিন সুপ্রভাতকে বলেন, বর্তমান অবস’ায় তৃতীয় লিঙ্গের নাগরিকরা অসহায় হয়েছে পড়েছে। হাটহাজারীতে তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছে ৭ জন। তাদেরকে প্রথমবার ভালবাসার থলে দেওয়া হয়েছে। রোববার দুপুরে ওই ৭ জনকে দ্বিতীয় বারের মতো ‘ভালবাসার থলে’ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।