নিজস্ব প্রতিনিধি, রাউজান :
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করে দিয়েছে প্রশাসন। গত ৮ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালদা নদীর সত্তারঘাট থেকে কালুরঘাট পর্যন্ত অভিযান চালিয়ে এসব বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। সাথে ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ রাউজান থানার পুলিশ ও আইডিএফ এর সদস্যগণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও বিভিন্ন জীববৈচিত্র রক্ষায় নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ১০টি ইঞ্জিনচালিত নৌকা পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।