হাটহাজারী
নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী
এক ভোক্তার অভিযোগ পেয়ে হাটহাজারী পৌরসভা সদরের ফর্মেসিতে (ওষুধের দোকান) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলানা করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালের দিকে এ অভিযান চালানো হয়। ওষুদের বেশি দাম রাখায় যোগমায়া ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রম্নহুল আমিন সুপ্রভাতকে বলেন, ভোক্তার অভিযোগ করেন, যোগমায়া ফার্মেসিতে সাফকিন নামের একটা ওষুধের দাম রাখা হচ্ছে ১৮০ টাকা। অথচ অন্য দোকানে ১১৫ থেকে সর্বোচ্চ ১২০ টাকায় ওষুধটি বিক্রি হচ্ছে। যোগমায়া ফার্মেসির মালিক বিষয়টি স্বীকার করেছেন, ওষুধের গায়ে ১৩০ টাকা লেখা ছিল। কিন’ কলম দিয়ে ৩ কে ৮ বানিয়ে দিয়েছেন তিনি।’
তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় যোগমায়া ফার্মেসি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।