স্বাস্থ্যবিধি না মানায় চন্দনাইশে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :

করোনার সংক্রমণ প্রতিরোধে সারা  দেশের ন্যায় চন্দনাইশে স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর নজরদারি করছে উপজেলা প্রশাসন।

গতকাল রবিবার দুপুরে উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা  জেরিনের নেতৃত্বে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ জনকে ছয়শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্কবিহীন পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

চন্দনাইশ থানার এসআই আরিফুল ইসলামেরনেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।

অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন সাংবাদিকদের বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে উপজেলার বড় বড় বাজারগুলোতে ধারাবাহিকভাবে পরিদর্শনে গিয়ে বলপ্রয়োগ না করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীগণকে বুঝিয়ে শুনিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করে জনসাধারণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করছি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।