নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকু-ে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মো. রোস্তম আলীকে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় মুক্তিযোদ্ধা রোস্তম আলীর বাড়িতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ উপহারসামগ্রী তুলে দেয়া হয়। সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি জহুরুল হক এর আয়োজনে বিমান বাহিনীর এডমিন উয়ং স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান উক্ত উপহারসামগ্রী প্রদান করেনে। উক্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা সফিউল আলম, মীর মোজাহের দৌলা, ইউপি সদস্য কফিল উদ্দিন, মো. ইয়াসিন, এসআই সামিউল, মো. আলাউদ্দিন, তারেক সিকদার, কুমিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. নেজাম উদ্দিন প্রমূখ। জানা যায়, প্রতিবছরই সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা ও খেতাব প্রাপ্ত বীর প্রতীকদের ঢাকায় সংবর্ধনা দেওয়া হয়। এবার মহামারী করোনাভাইরাসের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রত্যেক খেতাবপ্রাপ্ত বীর প্রতীকদের জন্য উপহারসামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রীর পাঠানো উপহারসামগ্রী পেয়ে অভিভূত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বীর প্রতীক রোস্তম আলী। তিনি জানান, কোন কিছু পাওয়ার আশায় যুদ্ধে অংশগ্রহণ করিনি। দেশ মাতৃকার টানে সেদিন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম নেয়। একটি লাল সবুজ পতাকা পেয়েছি এরচে বড় পাওয়া আর কি আছে।
























































