সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন আবদুল হক

জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

কমরেড আব্দুল হকের ১০০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে কমরেড আব্দুল হক এর ১০০তম জন্মবার্ষিকী উদ্যাপন কমিটি, চট্টগ্রাম এর উদ্যোগে গতকাল বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্যাপন কমিটি, চট্টগ্রাম এর আহ্বায়ক আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং মো. মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চট্টগ্রাম জেলা সভাপতি এয়ার মোহাম্মদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় প্রচার সম্পাদক, জেলা আহ্বায়ক মো. ইউছুফ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি নবী আলম মাষ্টার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা সাংস্কৃতিক সম্পাদক মৃদুল কান্তি দেব, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম জেলা সভাপতি দুলাল বড়–য়া, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, কোতোয়ালী থানা কমিটির সদস্য মো. শাহ আলম, গণতান্ত্রিক ফ্রন্ট, চট্টগ্রাম জেলা সদস্য মো. লোকমান, হোটেল শ্রমিক নেতা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, চট্টগ্রাম জেলা সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড আব্দুল হক সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সর্বোপরি কমিউনিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন।
বক্তারা বলেন, ‘সারা পৃথিবীতে খুন, গুম, রাহাজানি, ঘুষ-দুর্নীতি, লুটপাট বাড়ছে। এ অবস্থার জন্য দায়ী সাম্রাজ্যবাদ-সামন্তবাদ’।
আলোচনা সভা শেষে একটি মিছিল প্রেস ক্লাব থেকে নিউ মার্কেট এসে শেষ হয়। বিজ্ঞপ্তি