নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :
সাতকানিয়ায় শঙ্খ নদীর জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির একটি মাছ। বুধবার সন্ধ্যায় উপজেলার বাজালিয়ার চৌধুরীপাড়া এলাকায় শঙ্খ নদীতে এক জেলের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। এ মাছের ওজন প্রায় ২৫০ গ্রাম। মাছটির নাম ‘সাকার ফিস’ বলে জানা যায়। বাজালিয়ার ৪ন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুল ইসলাম জানান, শঙ্খ নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় বুধবার সন্ধ্যায় বালি জলদাশের জালে মাছটি ধরা পড়ে। জেলে মাছটি আমার বাবাকে দিয়ে দিলে তিনি বাড়িতে নিয়ে আসেন। পানি দিয়ে মাছটি জীবিত রাখা হয়েছে। পুরো শরীর শক্ত কাঁটায় আবৃত এ বিরল প্রজাতির মাছটি দেখতে অনেকে বাড়িতে এসে ভিড় করেন।
এলাকার বয়োবৃদ্ধরা বলছেন এ ধরনের মাছ আগে কখনো দেখিনি। তারা আরো বলেন, দেখতে সুন্দর তবে এটি খাওয়ার উপযোগী নয়। এ ধরনের মাছ অ্যাকুরিয়ামে রাখা হয়। এটি বিদেশি জাতের একটি মাছ। মাছটি ইউপি সদস্য মো. শামসুল ইসলামের বাড়িতে আছে। তিনি মাছটি নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানান।