সাজেকে গভীর রাতের আগুনে পুড়লো রিসোর্ট

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি

রাঙামাটির সাজেকে আগুনে পুড়েছে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি। বুধবার রাত আনুমানিক তিনটার দিকে সূত্রপাত হওয়া এই আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম।

ইউএনও শরীফুল ইসলাম জানিয়েছেন, রাত সোয়া তিনটার দিকে সাজেকে এই আগুনের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিস টিম স্থানীয় এলাকাবাসী ও আইন শৃংখলাবাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন

নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আগুনের ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়াবে বলে জানিয়েছেন তিনি।

সাজেকের চিলেকোঠা রেস্টুরেন্ট এর মালিক নাসিরউদ্দিন পিন্টু জানিয়েছেন, ‘রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতা ঠিকমত না পেলে পুরো সাজেক ভষ্মিভূত হয়ে যেতো।’

মাচাং নু রিসোর্ট এর হপেন ত্রিপুরা জানিয়েছেন, শেষ রাতে সম্ভবত রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে,তবে এখনো নিশ্চিত নই আমরা। তবে অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সাজেক।’

জুনায়েদ হোসেন নামের এক পর্যটক উদ্যোক্তা জানিয়েছেন, মারুয়ার্টি রেস্টুরেন্ট, অবকাশ-ইমানুয়েল এবং মেঘছুট নামের তিনটি রিসোর্ট পুড়েছে এবং পাশ^বর্তী একটি বসতঘর ভষ্মীভূত হয়েছে।