ডুলাহাজারায় উন্নয়নকাজ উদ্বোধনে এমপি জাফর
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত ধর্মপ্রাণ মানুষের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ডুলাহাজারা মারকাজ মসজিদে জাতীয় ঈদগাহ মাঠ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন চকরিয়া- পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। গত সোমবার দুপুরে তিনি ডুলাহাজারা মারকাজ মসজিদে পৌঁছে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন।
একইসময়ে তিনি মসজিদ সংলগ্ন সড়কের নির্মিতব্য আরসিসি ড্রেইন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জামাল হোছাইন, যুগ্ম সম্পাদক মনছুর আলম, ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ সোলেমান, এমপির পিএস আমিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাসানুল ইসলাম আদর ছাড়াও মসজিদ কমিটি, মসজিদের সম্মাণিত খতিব, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সুধীজন। পরে সবাইকে নিয়ে মতবিনিময় সভা করেন এমপি জাফর আলম। পরিদর্শনশেষে মতবিনিময় সভায় উপস্থিত মসজিদ কমিটি, খতিব, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকাবাসী মুসল্লিদের উদ্দেশ্যে সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেন,বর্তমান সরকার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বদ্ধপরিকর। ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত মারকাজ মসজিদটি এই অঞ্চলে ধর্মপ্রাণ মানুষের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান। এই মসজিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষ ইবাদত বন্দেগি করতে ছুটে আসেন। পাশাপাশি এলাকাবাসীর মাঝেও এই মসজিদের গুরুত্ব বেশি। সেইজন্য আমি উদ্যোগ নিয়েছি, মারকাজ মসজিদে একটি দৃষ্টিনন্দন জাতীয় ঈদগাহ মাঠ নির্মাণ করবো। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আগে সম্ভাব্য স্থান পরিদর্শনে এসেছি। আশা করি আগামী বছর রোজার ঈদের আগে ডুলাহাজারাবাসী জাতীয় ঈদগাহ মাঠ পেয়ে যাবে।