সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তি দাবি

সংস্কৃতিকর্মীদের সমাবেশ

সম্প্রতি শারদীয় দুর্গোৎসব চলাকালীন দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পূজাম-পে ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৩১ অক্টোবর বিকেলে টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে সম্মিলিতভাবে এক যৌথ প্রতিবাদী মানববন্ধন এবং প্রদীপ প্রজ্জালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান (চট্টগ্রাম বিভাগ), বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ (চট্টগ্রাম বিভাগ), চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা, চট্টগ্রাম নৃত্যশিল্পী সংসদ, চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থা, চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এবং চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। সমাবেশে পেশাজীবী সমন্বয় পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক  স্কোয়াডের সভাপতি ডা: একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিল্পী আলাউদ্দিন তাহের, কামরুল আযম টিপু,  প্রবীর দত্ত সাজু, অসীম চন্দ,  শিল্পী সুজিত রায়, কল্পনা লালা, জয়ন্তী লালা, নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, স্বপন দাশ, অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, খালেদ হেলাল,  মুহাম্মদ শাহ আলম, মোসলেম উদ্দিন সিকদার,  অভিজিৎ সেনগুপ্ত, সুচরিত দাশ খোকন, ফারুক তাহের, জাহাঙ্গীর কবির, সাইফুল আলম বাবু, মঈন উদ্দিন কোহেল, সুমন দেবনাথ, সজল চৌধুরী, আফম মোদাচ্ছের আলী, নাট্যজন শাহাবুদ্দিন আহমেদ, নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাস, সনজীব বড়–য়া, কবি জিন্নাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি