নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা
দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী নারী মরিয়ম বেগমের (৬০) জমানো টাকার লোভেই খুন করা হয়। রবিবার ১৬৪ ধারায় এসব তথ্য জানান, আটক আসামি রেজাউল (২৫)। গত শুক্রবার সকালে ঝরো হাওয়া ও বৃষ্টির সময় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে মাহফুজা বেগম (৪০) বাদি হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করে।
হত্যাকাণ্ডের পর পালিয়ে রাঙ্গামাটি জেলার বাঘাইহাটের শ্বশুর বাড়ি গেলে সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় আটক করে দীঘিনালা থানার পুলিশ।
এ ব্যাপারে মামলার বাদি এবং নিহত মরিয়ম বেগমের মেয়ে মাহফুজা বেগম (৪০) জানান, আমার মায়ের নিকট গ্রামের অনেকেই টাকা জমা রাখে। গত দু মাস আগেও চুরির ঘটনা ঘটেছিলো| ঘরে টাকা না পেয়ে আমার মাকে কুপিয়ে হত্যা করে রেজাউল।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ( ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ঝড় বৃষ্টির সময় ঘরের বেড়া কেটে প্রবেশ করে টাকার লোভেই খুন করে দৃষ্টি প্রতিবন্ধী নারী মরিয়ম বেগমকে। পরে সে রাঙ্গামাটি জেলার বাঘাইহাটে শ্বশুর বাড়িতে পালিয়ে যায়| পরে খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধায় আটক করা হয়।