লর্ডসে রাহুলের সেঞ্চুরি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করছে ভারত। লর্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন কেএল রাহুল। ভারতের ইতিহাসে মাত্র তৃতীয় ওপেনার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। লর্ডসে ভারতের খুব বেশি ওপেনার সেঞ্চুরি পাননি। রাহুলকে নিয়ে সাকুল্যে মাত্র তিনজন এই তিন অঙ্কের ইনিংসের দেখা পেয়ে অনার্স বোর্ডে নাম তুলতে পেরেছেন। এর মাঝে ২৫০ বলে ১২৯ রান করা রাহুল সর্বশেষ সংযোজন।

১৯৫২ সালে ভারতীয় ওপেনারদের মধ্যে লর্ডসে প্রথম সেঞ্চুরি করেন ভিনু মানকড়। এর ৩৮ বছর পর দ্বিতীয় ওপেনার হিসেবে সেখানে সেঞ্চুরির স্বাদ পান ভারতের বর্তমান কোচ রবি শাস্ত্রী। এরপর পেড়িয়ে গেছে তিন দশক। অবশেষে ৩১ বছর পর তৃতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন লোকেশ রাহুল।দারুণ  ধৈর্য ও দক্ষতার মিশেলে সেঞ্চুরিটি করেছেন রাহুল। ভারতের ধারাভাষ্যকার হার্শা ভোগলের ভাষায়, ‘এ ব্যাটসম্যানের প্রথম ২০ রান এসেছে ১০৫ বলে। এরপর ক্রিজটা সে নিজের করে নেয়।’এটি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও টেস্ট ক্যারিয়ারে রাহুলের ষষ্ঠ সেঞ্চুরি। যার মাধ্যমে এশিয়ার বাইরে সেঞ্চুরির তালিকায় কিংবদন্তি বীরেন্দর শেবাগকেও ছুঁয়ে ফেললেন তিনি। ওপেন করতে নেমে এশিয়ার বাইরে দুজনই চারটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৫ সেঞ্চুরি নিয়ে এ তালিকার শীর্ষে আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার।নটিংহামে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৮৪ রানে আউট হয়েছিলেন রাহুল। সে ইনিংসে দুটি ‘জীবন’ পেলেও এবার সেঞ্চুরির পথে বড় কোনো ভুল করেননি এ ডানহাতি ব্যাটসম্যান। ওপেনার রোহিত শর্মার সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন তিনি। যার ফলে ২০০৭ সালে ইংল্যান্ড সফরের পর ওপেনিং জুটিতে এবারই প্রথম শতরানের দেখা পায় ভারত।ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭৬ রান নিয়ে লর্ডস টেস্টে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। খবর ডেইলি বাংলাদেশ’র