রাঙ্গুনিয়ায় কাদায় আটকা বন্যহাতি ৭ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া »

রাঙ্গুনিয়া উপজেলার তৈলাভাঙ্গা বিলের পদ্মা ডেবায় গতকাল শনিবার সকালে ৭ ফুট গভীরের কাদায় আটকে যায় এক বন্যহাতি। কাঁদা থেকে প্রাণপণ চেষ্টা করেও দাঁড়াতে না পেরে উচ্চস্বরে চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় লোকেরা জড়ো হয়। বন্যহাতিকে অনেক চেষ্টা করেও উঠাতে পারেনি। এরপর তারা বনবিভাগকে খবর দেয়।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, সকালে ঘটনাস্থলে পৌঁছে বনবিভাগের কর্মীরা বিভিন্ন কৌশলে বন্য হাতিটি দুপুরে উদ্ধার করে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এ হাতিকে বনের মধ্যে পাঠানো হয়েছে।
স্থানীয় গ্রামবাসী জানায়, শিলক তৈলাভাঙ্গা বিলের আশেপাশে এলাকায় প্রতিবছর কয়েকটি দলে বিভক্ত হয়ে বন্যহাতির দল লাখ লাখ টাকার ধান ক্ষেত নষ্ট করে। এতে শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়। পদ্মা ডেবা নামক স্থানে শনিবার ভোর চারটার দিকে একটি বন্য হাতি কাদায় আটকে যায়। শিলক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, বন্য হাতিটি কাদায় আটকে যাওয়ার ৭ ঘণ্টা পর বনবিভাগ উদ্ধার করে বনে পাঠিয়েছে।