নিজস্ব প্রতিনিধি, রাউজান :
সরকার ঘোষিত লকডাউন ঘোষণার পর শ্রমজীবী, পরিবহন শ্রমিক, দিনমজুর,ভবঘুরে, ভিক্ষুক কর্মহীন হয়ে পড়েছে । কর্মহীন দরিদ্র পরিবারকে প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় রাউজানে ৩ শ কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য বিতরণ করা হয় । প্রতিটি কর্মহীন দরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি ডাল, আধা কেজি করে লবন বিতরণ করা হয়।
গতকাল রবিবার সকালে রাউজান উপজেলা পরিষদ মাঠে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য বিতরণ করা হয় ।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন চৌধুরী, নুরুল আবছার বাশি, পৌর কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান চৌধুরী প্রমুখ ।