নিজস্ব প্রতিনিধি, রাউজান »
দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত অথবা স্বামী পরিত্যক্তা মহিলা যাদের পরিবারের উপার্জনক্ষম সদস্য ও যাদেও আয়ের উৎস নেই ২০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে অন্য কোন সরকারি সুবিধা না পাওয়া নারীদের ভিজিডি আওতায় আনার জন্য নতুন তালিকা প্রস্তুতকরন বিষয়ে অবহিত করন সভা অনুষ্ঠিত হয় ।
গত ২১ অক্টোবর বুধবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিজিডি কর্মসুচির আওতায় নতুন তালিকা প্রস্তুতকরণ বিষয়ে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল।
সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আকতার, উপজেলা খাদ্য নিযন্ত্রন কর্মকর্তা তিমির দে। সভায় রাউজানের ১৪টি ইউনিয়ন পরিষদের সচিবকে ভিজিডি তালিকা প্রস্তুতকরনে সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
গ্রাম