নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজানে মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহারা দিচ্ছে পুলিশ। ২৪ ঘন্টা এক পুলিশ অফিসার ও দুই ফোর্সসহ ৩ পুলিশ সদস্য ভাস্কর্যটি পাহারা দিচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য পাহাড়ায় নিয়োজিত রয়েছে পুলিশের একটি টহল টিম। গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, বিপ্লবী মাস্টার দা সূর্যসেন স্মৃতি ভবনের সামনে ভাস্কর্য পাহাড়া দিচ্ছে রাউজান থানার সহকারী-উপপরিদর্শক সোলাইমান ভূইয়া, কনস্টেবল অতুল চাকমা। রাউজান থানার সহকারী-উপপরিদর্শক সোলাইমান ভূইয়া বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে ২৪ঘন্টা দুই শিফটে ৩জন করে পুলিশ সদস্যরা ভাস্কর্য পাহারা দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, মুজিববর্ষ উপলক্ষে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১শটি ম্যুরালসহ ১শ৪টি ম্যুরাল রয়েছে। এছাড়া রাউজান পৌরসভার মুন্সিরঘাটায় মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য এবং চুয়েটে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য রয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, যদিওবা রাউজানে এই ধরনের অপ্রীতিকর ঘটনার আশাঙ্ক নেই, তারপরও আমার বাড়তি নিরাপত্তা জোরদার করেছি। গত ১৭ ডিসেম্বর থেকে মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহাড়া দিচ্ছে পুলিশ। পাশাপাশি ম্যুরাল ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য পাহাড়া নিয়োজিত রয়েছে টহল পুলিশ।