নিজস্ব প্রতিনিধি, রাউজান :
হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভা-ারী (ক.)’র ওরশ শরীফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্টের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ রাউজান উপজেলার সুবিধাবঞ্চিত ৪৯পরিবারকে দুর্যোগ প্রশমন অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতিজন অসহায় দরিদ্র ব্যক্তিকে ৬ হাজার টাকা করে প্রদান করা হয় । ২৮ মার্চ বরিবার দুপুরে রাউজান পৌর ভবনে মাইজভান্ডার দরবার কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সকল জোনের সমন্বয়কারীবৃন্দের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, এসএম বাবর,কাউন্সিলর শওকত হাসান, জসিম উদ্দীন উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, সাংগঠনিক সমন্বয়কারী জাকের হোসেন মাস্টার, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন, সাবেক সভাপতি প্রদীপ শীল, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সাবেক সাধারণ সম্পাক ইউছুপ আলী, লোকমান হাকিম, সাংগঠনিক সমন্বয়কারী এস এম মহিবুল্লাহ, সাদিকুজ্জামান শফি, আনিসউল খাঁন বাবর, মুহাম্মদ আলী মাস্টার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।