নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজানে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের মোট ৪০টি স্টল বসেছে। প্রত্যেকটি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন ভাবনার একাধিক প্রজেক্ট উপস্থাপন করেন। রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুলসহ অন্যান্য অতিথিরা প্রত্যেকটি স্টল পরিদর্শন করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.শামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান,রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, ইমাম গাজ্জালী কলেজের অধ্যক্ষ আবদুল জব্বার চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর, কৃষি অফিসার শাব্বির আহম্মদ, সমাজ সেবা অফিসার মনির হোসাইন, চেয়ারম্যান বি, এম, জসিম উদ্দীন হিরুসহ দুই শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বক্তব্য রাখেন।