খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের পুনর্বাসন করা হবে : ফজলে করিম
নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজানে সরকারি খাস জমি উদ্ধার করে গৃহহীনদের জন্য ২৪০টি ঘর নির্মাণের কাজ চলছে হলদিয়া ইউনিয়নে । ৫ হাজার ৭ শত ৭৬ একর সরকারি খাস জমির মধ্যে বিপুল পরিমাণ সরকারি খাস জমি প্রভাবশালী ব্যক্তিরা জবর দখল করে গড়ে তুলেছে বাগান, ঘরবাড়ি। মুজিববর্ষ উপলক্ষে সরকারি খাস জমিতে ভুমিহীন গৃহহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্যে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর দইল্যা টিলা, হারিস্যা টিলায় সরকারি খাস জমি থেকে জবর দখল উচ্ছেদ করে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ৬৫ টি পাকা ঘর নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। একইভাবে রাউজানের ডাবুয়া ইউনিয়নের পূর্ব ডাবুয়ায় বটতইল্যা টিলায় ৩২টি ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসন করার জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে পাকা ঘর। প্রতিটি ভূমিহীন দরিদ্র পরিবারকে ৪শতক সরকারি জমিতে একটি করে সেমিপাকাঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। রাউজানের চিকদাইর ইউনিয়নে সরকারি খাস জমিতে ভূমিহীন দরিদ্র পরিবারের জন্য ৫টি, ৭ নম্বর রাউজান ইউনিয়নে সরকারি খাস জমিতে ৬৬টি, রাউজান পৌরসভায় খাস জমিতে ৬৬টি, কদলপুর ইউনিয়নে ১৮টি সেমিপাকাঘরসহ রাউজানে সরকারি খাস জমিতে ২৪০টি সেমিপাকাঘর নির্মাণ করা হচ্ছে। গতকাল ৯ ফেব্রুয়ারি সকালে রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর দইল্যা টিলা, হারিস্যা টিলা ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া বটতইল্যা টিলায় সরকারি খাস জমিতে ভূমিহীন দরিদ্র পরিবারের জন্য সেমিপাকাঘর নির্মাণকাজ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । এসময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা, রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। পরির্দশনকালে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী বলেন, সরকারি খাস জমি অবৈধভাবে দখলকারি যে হোক না কেন তাদের সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করে জমি উদ্ধার করে দেশের দরিদ্র ভুমিহীন পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করার জন্য রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমাকে নির্দেশ প্রদান করেন । রাউজান হলদিয়া ভুমি অফিস কর্মকর্তা রাশেদ বলেন, হলদিয়া ইউনিয়নের বৃন্দ্বাবন পুর, বৃকবানপুর, বানারস, পাচঁপুকুরিয়া, জানিপাথর, এয়াসিন নগর, ওয়াহেদ্যা খীল, নন্দীর খীল, গর্জনিয়া, সিংহরিয়া, রাধামধবপুর, দক্ষিন ক্ষিরাম, হলদিয়া শিরনী বটতল এলাকায় ৫ হাজার ৭শ ৭৬ শতক সরকারী খাস জমি রয়েছে । ৫ হাজার ৭৭৬ শতক সরকারি খাস জমির মধ্যে বিপুল পরিমাণ সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তিরা বৃক্ষের বাগান, ঘরবাড়ী নির্মাণ করেছে ।