বমুবিলছড়িতে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি জাফর
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়া উপজেলার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নের নির্মানাধীন একটি গার্ডার সেতু ও বিদ্যালয় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চকরিয়া- পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। গত রোববার ৬ ডিসেম্বর বমুবিলছড়িতে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে সকালে বমুবিলছডি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক বমুবিলছড়ি ইউপি-ফাদুখোলা-নন্দিরবিল সড়কের ‘নন্দিরবিল খালের’ উপর ৪ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য গার্ডার ব্রিজের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় ‘শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের’ ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বমুবিলছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে ঘুরে দেখেন। দিনব্যাপী গনসংযোগকালে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দেন। তিনি বলেন, ‘এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আগে অনেক কষ্টদায়ক ছিল। অতি দ্রুত সময়ে মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। বমুবিলছড়ি ইউনিয়নের কোন কাঁচা রাস্তা থাকবে না। জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখুন। দেশে যেভাবে উন্নয়ন কাজ চলছে, কয়েক বছর পর দেশের চেহারা পাল্টে যাবে।’ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাঙচুরের কথা উল্লেখ করে বলেন, ‘এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। ’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র ও লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, আনিসুল হক চৌধুরী, মুজিবুর রহমান, রিয়াজ মোরর্শেদ, চেয়ারম্যান জসিম উদ্দিন বিএ, আব্দুল মতলব, আবু মুছা, আমির হোসেন আমু, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, কফিল উদ্দিন, মনছুর, মোজাফফর আহমদ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।