মিরপুরের উইকেট: ধারণা নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তান

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

মিরপুরের উইকেট ঐতিহ্যগতভাবেই কিছুটা স্লো ও টার্নিং হয়ে থাকে। তাতে ফল কেমন হতে পারে, স্বরূপটা দেখা গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজেই। বাংলাদেশ সফরে আসা মোহাম্মদ রিজওয়ান অবশ্য জানিয়েছেন, মিরপুরের পিচ সম্পর্কে বিস্তর ধারণা নিয়েই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। এক ভিডিও বার্তায় সে কথাই জানিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলকে মিরপুরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। পরে এই দুটি দলই ফাইনাল খেলেছে। রিজওয়ানেরও এই তথ্য অজানা নয়। সোমবার পাঠানো ভিডিও বার্তায় এই ওপেনার বলেছেন, ‘এই মাঠের সর্বশেষ সিরিজগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। এখানকার কন্ডিশন স্পিনারদের পক্ষে কথা বলে। এখানকার উইকেটে বল ব্যাপক স্পিন এবং গ্রিপ করে। আশা করি, আমাদের কোনও সমস্যা হবে না।’

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে এরইমধ্যে ঢাকায় অনুশীলন শুরু করেছে পাকিস্তান। সোমবার দল অনুশীলন করলেও রিজওয়ান মাঠে ছিলেন না। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপে অসুস্থ হয়ে পড়ার প্রভাবটা এখনও রয়ে গেছে। তবে মারকুটে এই ব্যাটার জানিয়েছেন, মঙ্গলবার মাঠে ফিরছেন তিনি, ‘আমি এখন বেশ ভালো অনুভব করছি। কাল নিশ্চিতভাবেই অনুশীলনে যাবো। তখন উইকেট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারবো।’

টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন রিজওয়ান। এমন সাফল্যের জন্য ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনকে কৃতিত্ব দিচ্ছেন রিজওয়ান, ‘হেইডেনের পরামর্শ সবারই কাজে লেগেছে। আমাদের এই বিশ্বকাপ যাত্রায় ভীষণ সহযোগিতা করেছেন রিচার্ড পাইবাস, ইনজামাম উল হক ও শহীদ আসলাম। তাদেরও আমি ধন্যবাদ জানাই।’