মানবতার সেবায় আরো বেশি এগিয়ে আসার আহ্বান

গাউসিয়া কমিটির সভা

বাংলাদেশে করোনা মহামারীর তৃতীয় ঢেউ মোকাবিলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ পরিচালিত করোনা রোগীসেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির এক জরুরি সভা কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহাসচিব শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় চলমান করোনাকালীন মানবিক সেবা কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন কর্মসূচির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
আলোচনায় অংশ নেন কর্মসূচির সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, করোনা তথ্যকেন্দ্র সহকারী মুহাম্মদ মহিউদ্দিন, ওমর ফারুক, মুহাম্মদ মুনির হোসেন, মুহাম্মদ মহসিন, গাজী মাসুদ রানা, আরিফ হোসেন লিমন প্রমুখ।
সভায় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণে উদ্বেগ প্রকাশ করে গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীদের মানবতার সেবায় আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি করোনার ৩য় ঢেউ মোকাবিলায় গাউসিয়া কমিটির ঢাকা-চট্টগ্রামসহ খুলনা, রাজশাহীতে মানবিক সেবা কর্মকা- বিস্তৃত করার লক্ষে আরো ২টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স যোগ হচ্ছে উল্লেখ করে পরিবেশ রক্ষায় দেশব্যাপী দু’লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ কর্মসূচি চলতি বর্ষা মৌসুমে সফল করতেও কর্মীদের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি