ভয়ে দেশ ছাড়েন অলিম্পিকে আফগান পতাকাবাহী নারী অ্যাথলেট

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক  »

আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান। এতে স্বয়ং প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ থেকে পালিয়েছেন। এরপর তালেবানদের ভয়ে দেশ ছেড়েছেন অনেকেই। তাদের মধ্যে ছিলেন আফগানিস্তানের হয়ে অলিম্পিকে অংশ নেয়া নারী অ্যাথলেটে কামিয়া ইউসুফি।

২০১৬ সালের রিও অলিম্পিকে প্রথমবার আফগানিস্তানের হয়ে অংশগ্রহণ করেন তিনি। এরপর সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকেও অংশ নেন তিনি। শুধু তাই নয়, দেশের হয়ে পতাকা বহনকারীও ছিলেন কামিয়া।

অলিম্পিকে কোনো পদক না পেলেও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১৩.২৯ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড ঠিকই ভেঙেছেন তিনি।

এরপর দেশে ফিরে আসলেও তালেবানের ভয়ে কাবুল ছেড়ে পালিয়েছেন তিনি। এই বিষয়টি নিশ্চিত করেছেন আফগান অলিম্পিক কমিটির মুখপাত্র আরেফ পেমান।

আফগানিস্তানর রাজধানী কাবুল থেকে যুক্তরাষ্ট্রের বিমানে করে অনেকে দেশ ছাড়তে পেরেছেন। কেউ কেউ আবার বিমান থেকে পড়ে মারাও গিয়েছেন। সেই মৃতদের একজন ছিলেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের এক সদস্যও।