নিজস্ব প্রতিনিধি, পটিয়া :
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১০ তম জন্মদিন বুধবার পালিত হয়েছে। সকালে পটিয়ায় মুক্তিযুদ্ধের চেতনা, পটিয়ার ইতিহাস ও গৌরব রক্ষায় নিবেদিত পটিয়া গৌরব সংসদ দিবসটি পালন করে।
পটিয়া গৌরব সংসদ প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করলেও করোনা মহামারির কারণে সীমিত পরিসরে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় বীরকন্যার জন্মভূমি উপজেলার ধলঘাট গ্রামে অবস্থিত প্রীতিলতা-অর্ধেন্দু স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখর নাথ পিন্টু, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সেলিম উদ্দিন, অধ্যাপক ভগীরথ দাশ, মাস্টার শ্যামল দে, ডা. পিন্টু কুমার দে, আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী, আবদুর রহমান রুবেল, অভিজিৎ কুমার দে।
এসময় বীরকন্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা প্রকাশ করা হয়।
























































