আনোয়ারা : আমাদের আনোয়ারা প্রতিনিধি জানায়,কর্ণফুলীতে জশনে জুলশে ঈদ-এ মিলাদুন্নবী সা. উপলক্ষে আজিমুশ্শান মিলাহ মাহফিলের আয়োজন করেছে মইজ্জ্যেরটেক পশু ব্যবসায়ী সমিতি। গতকাল রাতে মইজ্জ্যেরটেক এলাকায় সংগঠনের সভাপতি মো. ইউসুফ সওদাগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মইজ্জ্যেরটেক পশু বাজারের ইজারাদার ও আনোয়ারা বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা চাক্তাই জামে মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ ওসমান গণি, বিশেষ বক্তা আহমদ আলী তালুকদার জামে সমজিদের খতিব হাফেজ মৌ. নজরুল এহসান, বিশেষ অতিথি মো. মঈন উদ্দিন আল মাইজভান্ডারী।
রাউজান : আমাদের রাউজান প্রতিনিধি জানায়,গত ১৪ নভেম্বর শনিবার বাদ মাগরিব রশিদর পাড়া হাটখোলা বাজার প্রাঙ্গনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্থাপনায় ঈদ এ মিলাদুন্নবী ( দ.) ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল মাইজভান্ডারী ( ক.) চন্দ্র বার্ষিকী ফাতেহা উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৭ নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসীম উদ্দিন ( হিরু) উদ্বোধক ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী, শাখার সভাপতি আবদুল নবী মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন আল্লামা আবুল বশর মাইজভান্ডারী। বিশেষ আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সিনিয়র মুদারীস আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আল্লামা সাইফুল ইসলাম নিজামী( ম.) ,মাওলানা আবু বকর,অ্যাডভোকেট মুহাম্মদ জমির উদ্দীন, মাওলানা মহিউদ্দিন চৌধুরী , মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, এনামুল হক এনাম, ইকবাল হোসেন ইমন, কামরুল মোস্তফা রিয়াদ, মাওলানা নিজাম উদ্দীন, শায়ের মাওলানা জিয়া উদ্দীন, মাওলানা আবু মুসা,নূরুল হক চৌধুরী, নূরুল আলম চৌধুরী, মুহাম্মদ কাউছার প্রমূখ।রাউজানে মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি নোয়াজিষপুর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ১৪ নভেম্বর শনিবার শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারীর ট্রাস্ট পরিচালনাধীন নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার ময়দানে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামরের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. এস এম বোরহান উদ্দীন।বিশেষ অতিথি ছিলেন নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ খোরশেদুল আলম পুতুল। বিশেষ বক্তা ছিলেন হাফেজ আবুল কালাম,আল্লামা আবুল বশর মাইজভা-ারী। মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি নোয়াজিষপুর শাখার আল্লামা কাজী ফরিদুল আলমের সভাপতিত্বে ও মাওলানা তরিকুল ইসলাম ও সৈয়দ তছলিম উদ্দিনের সঞ্চালনায় -মাহফিলে তকরির করেন আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল্ আযহারী, আল্লামা শাহ্জাদা জোবাইদুল আলম,আল্লামা হারুন অর রশীদ নক্সবন্দী, আল্লামা আবু ছালেহ, আল্লামা আবু তৈয়ব ফারুকী, আল্লামা মোরশেদুল আলম।অতিথি ছিলেন জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী মাস্টার, মোহাম্মদ সালাউদ্দিন,এস এম মহিবুল্লাহ্, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, মোসলেম উদ্দীন,আনোয়ার সিকদার,সিরাজ মাস্টার, তাজ উদ্দীন খান সোলায়মান,মোক্তার হোসেন,কাজী জালাল,মোসলেম চৌধুরী, আবু আলম বাবুল, দিদারুল আলম, কাজী ওমর, নজরুল ইসলাম, শওকত ওসমান চৌধুরী, মোহাম্মদ ফরিদ, আরফাত হোসেন, আমানাত উল্লাহ্ টিপু, হাফেজ মাওলানা বোরহান, মহিউদ্দিন, দাউদুজ্জামান বাশেক, এরশাদুল আলম, সুমন চৌধুরী,মুন্না,সাইফুল, বোরহান উদ্দিন, আকবর শেখ, শিবলু, সোহান মনি,ওসমান,জিসান, বাপ্পু, নাঈম প্রমুখ।