সংবাদদাতা, বান্দরবান :
বান্দরবানে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে ‘এক মিনিটের বাজার’ এর উদ্বোধন করে বান্দরবান সেনাবাহিনী। রবিবার সকালে বান্দরবান স্টেডিয়ামে এ বাজার উদ্বোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান। জিওসি ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে সেনা রিজিয়নের উদ্যোগে এ সময় বান্দরবান সেনা জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি, মেজর ইফতেখার, জিএসও-২ ও সেনাসদস্যরা উপসি’ত ছিলেন।
এ বাজার থেকে প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ৮ প্রকারের দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।
সেনা রিজিয়ন সূত্র জানায়, নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে প্রত্যেককে একটি করে টোকেন দেয়া হয়। আর এই টোকেন দিয়ে সবাই ‘এক মিনিটের বাজার’ থেকে সংগ্রহ করছেন তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।